Wednesday, March 12, 2025

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক আশার আলো NILD

- Advertisement -

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নত চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে। এর মধ্যে অন্যতম, “ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজএবিলিটিজ” (NILD), এই প্রতিষ্ঠানটি ভারতের “সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রণালয়”-এর অধীনে পরিচালিত হয় এবং প্রতিবন্ধী ও হাঁটা চলার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে।

প্রতিবন্ধী

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনও রাজ্য তথা দেশের বহু মানুষ শারীরিক প্রতিবন্ধী -দের জন্য বিদ্যমান সরকারি পরিষেবাগুলির বিষয়ে সম্পূর্ণ সচেতন নন। এমন কি আমি এক মাস আগে পর্যন্ত এই বিষয়ে সচেতন ছিলাম না, একজন ইনর্টান হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করার পর যে অভিজ্ঞতা আমার হয়েছে বা যে সব বিষয়গুলো আমি জানতে পেরেছি আমিও চাই আমার সঙ্গে আপনারাও এই বিষয়ে সচেতন হন এবং একজন প্রতিবন্ধী মানুষকে এই সমাজে স্বাধীনভাবে জীবন-যাপনে সাহায্য করুন।

শারীরিক প্রতিবন্ধিতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা না থাকলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, শারীরিক প্রতিবন্ধী -রা উপযুক্ত সহায়তা না পাওয়ার কারণে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন না। ফলে তারা পরিবারের ও সমাজের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই পরিস্থিতি থেকে তাদের মুক্তি দিতে পারে NILD-এর মতো প্রতিষ্ঠান। যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করতে পারেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নত চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে। এর মধ্যে অন্যতম, “ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজএবিলিটিজ” (NILD), এই প্রতিষ্ঠানটি ভারতের “সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রণালয়”-এর অধীনে পরিচালিত হয় এবং প্রতিবন্ধী ও হাঁটা চলার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে।

কলকাতার বনহুগলিতে অবস্থিত NILD শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তবে এখনও সমাজের বহু মানুষ এই প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সচেতন নন। তাই জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য NILD-এর বিভিন্ন পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

- Advertisement -

NILD মূলত অর্থোপেডিক, নিউরোলজিক্যাল ও লোকোমোটর ডিজএবিলিটিজ-এ আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবা প্রদান করে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞরা একত্রে কাজ করেন।

এই প্রতিষ্ঠানে অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল চিকিৎসা প্রদান করা হয়, যেখানে পোলিও, সেরিব্রাল পালসি, মেরুদণ্ডের আঘাত, প্যারালাইসিস, জন্মগত হাড়ের সমস্যা ইত্যাদির উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপির মাধ্যমে রোগীদের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজ করার দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

W23

এছাড়াও প্রস্থেটিক্স ও অর্থোটিক্স পরিষেবা-এর আওতায় যাঁরা হাত বা পা হারিয়েছেন, তাঁদের জন্য কৃত্রিম অঙ্গ সংযোজন ও সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয়। এর ফলে তারা আরও স্বনির্ভর হতে পারেন।

প্রতিষ্ঠানটি গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্প পরিচালনা করে, যেখানে জনগণকে জানানো হয় যে প্রতিবন্ধী -দের জন্য সরকারি পরিষেবা কী কী পাওয়া যেতে পারে। এছাড়াও হুইলচেয়ার, ক্রাচ, শ্রবণযন্ত্র এবং অন্যান্য সহায়ক উপকরণ বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করা হয়।

একই সঙ্গে বিশেষ শিক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়, যাতে প্রতিবন্ধী শিশুরা সাধারণ শিক্ষার সুযোগ পেতে পারে এবং তাদের পরিবারও প্রয়োজনীয় দিক নির্দেশনা পায়। মাত্র ৪০ টাকার রেজিস্ট্রেশন ফ্রি-এর মাধ্যমে এখানে চিকিৎসার সুযোগ রয়েছে। নির্দিষ্ট প্রতিবন্ধী কার্ড ও বিপিএলের কার্ড থাকলে রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা।

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় যুক্ত করার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজএবিলিটিজ (NILD) এক আশার আলো। এটি শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন ও গবেষণা কেন্দ্র।

সমাজের সকল স্তরের মানুষের উচিত NILD-এর পরিষেবা সম্পর্কে জানানো এবং যাঁরা এর পরিষেবার যোগ্য, তাঁদের সাহায্য করা। শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে, যাতে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি সুস্থ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর