Friday, April 4, 2025

পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় শুধু অমেরুদণ্ডী নয় মেরুদণ্ডীদেরও বাচ্চা হতে পারে

- Advertisement -

পার্থেনোজেনেসিস আসলে কী? এটি আসলে অযৌন প্রজননের একটি ব্যতিক্রমী রূপ। এই প্রক্রিয়ায় শুক্রাণু ছাড়াই ভ্রূণের বৃদ্ধি হতে পারে এবং সেই ভ্রূণ স্বাভাবিকভাবে বেড়েও উঠতে পারে। গ্রিক শব্দ পার্থেনোস ও জেনেসিন থেকে পার্থেনোজেনেসিস শব্দটি এসেছে। গ্রিক ভাষায় পার্থেনোস কথার অর্থ কুমারী আর জেনেসিস এর অর্থ সৃষ্টি।


পার্থেনোজেনেসিস
Symbolic Image – Image by rayjo from Pixabay

স্ত্রী ও পুরুষের মিলনের ফলেই নতুন প্রজন্মের জন্ম হয়, এটাই স্বাভাবিক। যুগ যুগ ধরে এই নিয়মেই বংশবিস্তার ঘটে এসেছে পৃথিবীর জীবকুলে। তবে প্রাকৃতিক সাধারণ নিয়মগুলিরও যে ব্যতিক্রম ঘটবে না, এমনটি নয়। প্রকৃতিরও ব্যতিক্রমী ধর্ম রয়েছে। এই যেমন প্রজননের ক্ষেত্রে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ বা অমেরুদণ্ডী প্রাণীদের নিষেক ছাড়াই বংশবিস্তার ঘটতে পারে। এক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর নিষেকের কোনও প্রয়োজন পড়ে না। এই প্রক্রিয়াকে জীব বিজ্ঞানীরা পার্থেনোজেনেসিস বলে উল্লেখ করেছেন।

তবে এই পার্থেনোজেনেসিস শুধুই যে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেই হবে, এমনটি নয়। গবেষণায় দেখা গিয়েছে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, এমনটি ঘটে থাকে কিছু প্রজাতির সরীসৃপ, পাখি, উভচর বা মাছেদের ক্ষেত্রে। এই বিষয়ে অনেকগুলি প্রমাণও সামনে এনেছেন জীব বিজ্ঞানীরা।

পার্থেনোজেনেসিস আসলে কী? এটি আসলে অযৌন প্রজননের একটি ব্যতিক্রমী রূপ। এই প্রক্রিয়ায় শুক্রাণু ছাড়াই ভ্রূণের বৃদ্ধি হতে পারে এবং সেই ভ্রূণ স্বাভাবিকভাবে বেড়েও উঠতে পারে। গ্রিক শব্দ পার্থেনোস ও জেনেসিন থেকে পার্থেনোজেনেসিস শব্দটি এসেছে। গ্রিক ভাষায় পার্থেনোস কথার অর্থ কুমারী আর জেনেসিস এর অর্থ সৃষ্টি। অর্থাৎ কুমারী অবস্থাতে সুস্থ ও স্বাভাবিক ভ্রূণের জন্ম হওয়াকেই বলা হবে পার্থেনোজেনেসিস।

নিষেক ছাড়াই কীভাবে ভ্রূণের জন্ম হওয়া সম্ভব? কিছু ক্ষেত্রে ডিম্বাণু যখন নিষেকের জন্য শুক্রাণু খুঁজে পায় না, তখন অন্য কোশের সঙ্গে এই ডিম্বাণু মিশে যেতে থাকে। অবশিষ্ট কোশগুলি তৈরি করে ডিম। এই ডিমের কোশ ধীরে ধীরে বিভাজিত হয়ে ভ্রূণের জন্ম দেয়।

- Advertisement -

বিজ্ঞানীরা এক্ষেত্রে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন। কিছুদিন আগেই ইংল্যান্ডের দি সিটি অব পোর্টসমাউথ কলেজের একটি ব্রাজিলিয়ান স্ত্রী বোয়া সাপ ১৪টি বাচ্চার জন্ম দিয়েছে। এই সাপটি গত ৯ বছরে একবারও কোনও পুরুষ সাপের সংস্পর্শে আসেনি। এটি সম্ভব হয়েছে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়।

ফ্লোরিডায় মোট মেরিন ল্যাবরেটরি ও অ্যাকোরিয়ামে হাঙর ও রশ্মি মাছের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঞ্চলের একটি অ্যাকোরিয়ামে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কিছুদিন আগেই একটি স্ট্রিংরে মাছ গর্ভধারণ করে। যদিও সন্তান প্রসবের আগেই সেটি মারা যায়।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর