Friday, April 4, 2025

আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে শীতল হয়ে উঠছে কেন?

- Advertisement -

ব্যাপারটি প্রথম লক্ষ্য করা হয়েছিল গত জুন মাস নাগাদ। আটলান্টিক মহাসাগর –এর নিরক্ষীয় অঞ্চল, বিশেষ করে নিরক্ষরেখার কয়েক ডিগ্রী উত্তর ও দক্ষিণ অংশ জুড়ে জলের পৃষ্ঠতলের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গিয়েছে। কিন্তু স্বভাবতয় ওই অংশ জুড়ে এই সময়ে তাপমাত্রা থাকার কথা অনেকটাই বেশি।

আটলান্টিক মহাসাগর
Image by Thomas G. from Pixabay

আটলান্টিক মহাসাগর –কে নিয়ে যেন রহস্যের শেষ নেই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি যেন জন্ম থেকেই অজস্র প্রশ্ন বুকে নিয়ে বইছে। গবেষণায় দেখা গিয়েছে মহাসাগরটির জন্ম প্রায় ১৮ কোটি বছর পূর্বে। সে সময় বিশালাকার এক স্থলভূমি ‘প্যানজিয়া’ ভেঙে এর জন্ম হয়েছিল। তারপর টেকটনিক প্লেটগুলির বারংবার স্থান পরিবর্তনে ধীরে ধীরে গঠিত হয়েছে আজকের আটলান্টিক মহাসাগর। যদিও কয়েক কোটি বছর পরে এই মহাসাগরটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।

যাইহোক, উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয়ে চারটি মহাদেশকে পূর্ব-পশ্চিমে বিভক্ত করেছে এই আটলান্টিক মহাসাগর। তারপর সাক্ষী থেকেছে অসংখ্য ইতিহাসের। কলম্বাসের যুগ থেকে টাইটানিকের সময় পর্যন্ত কত না রহস্যে জড়িয়েছে নিজেকে। এই আটলান্টিক মহাসাগে -এর বুকে সংঘটিত বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের মতো রহস্য আজও উন্মোচন করতে পারেননি বিজ্ঞানীরা।

এবার আরও এক রহস্যের জন্ম দিল এই আটলান্টিক মহাসাগর। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা যেখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আটলান্টিক মহাসাগর –এর তাপমাত্রা সেখানে ক্রমশই নিম্নমুখী হচ্ছে। যার প্রকৃত কারণ বহু অনুসন্ধান করেও সমাধান করতে পারছেন না বিজ্ঞানীরা। তবে চালিয়ে যাচ্ছেন গবেষণা।

ব্যাপারটি প্রথম লক্ষ্য করা হয়েছিল গত জুন মাস নাগাদ। আটলান্টিক মহাসাগর –এর নিরক্ষীয় অঞ্চল, বিশেষ করে নিরক্ষরেখার কয়েক ডিগ্রী উত্তর ও দক্ষিণ অংশ জুড়ে জলের পৃষ্ঠতলের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গিয়েছে। কিন্তু স্বভাবতয় ওই অংশ জুড়ে এই সময়ে তাপমাত্রা থাকার কথা অনেকটাই বেশি।

- Advertisement -

ফেব্রুয়ারি বা মার্চে পরিবেশের তাপমাত্রা এমনিতেই কিছুটা কম থাকে। তবুও চলতি বছর ওই দুই মাসে আটলান্টিক মহাসাগর –এর নিরক্ষীয় অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল গত ৪২ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

কিন্তু গত জুলাই পর্যন্ত পরিবেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেলেও হ্রাস পেয়েছে আটলান্টিক মহাসাগর –এর পৃষ্ঠতলের তাপমাত্রা। ওই অঞ্চলে জুলাইয়ের শেষ নাগাদ রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রী সেলসিয়াস। রহস্যজনকভাবে বৃদ্ধি পাওয়ার তুলনায় কমে গিয়েছে ৫ ডিগ্রী। গবেষণায় জানা গিয়েছে গত জুন মাসের প্রথম থেকেই মহাসাগরের পৃষ্ঠতলের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে।

কিন্তু কেন এমনটি হল, এব্যাপারে কেউই কোনও সদুত্তর দিতে পারছেন না। তবে অনেকেই এর জন্য দায়ী করছেন ‘লা নিনা’-কে। ‘এল নিনো’ যেমন সমুদ্র জলের পৃষ্ঠতলের তাপমাত্রা রহস্যজনকভাবে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয়, ঠিক তেমনি লা নিনা এর উল্টোটি করে থাকে। অর্থাৎ সমুদ্র জলের পৃষ্ঠতলের তাপমাত্রা কয়েক ডিগ্রী পর্যন্ত কমিয়ে দেয়। তবে কেন এমনটি হয়, সে রহস্য আজও সঠিকভাবে উন্মোচন হয়নি।

যদিও এল নিনো বা লা নিনার মতো ঘটনা প্রশান্ত মহাসাগরেই সবচেয়ে বেশি দেখা যায়। আটলান্টিক মহাসাগর –এ এই ঘটনা বিরল। জানা যাচ্ছে, ২০১৩ সাল নাগাদ এই ঘটনার সাক্ষী ছিল আটলান্টিক মহাসাগর। এবারও এই রকম কোনও ঘটনা ঘটবে কিনা, তার জন্য অবশ্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে গবেষকেদের। কারণ লা নিনার শর্ত অনুযায়ী, কমপক্ষে ৫ মাস এই অবস্থা স্থিতি থাকা প্রয়োজন।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর