Thursday, April 3, 2025

অবশেষে বিশ্বভারতী পেতে চলেছে তার নতুন উপাচার্য, কে তিনি?

- Advertisement -

শেষ পর্যন্ত ১৮ মার্চ ভারত সরকারের শিক্ষা মন্ত্রক একটি নির্দেশ নামার (2-8/2023-CU.lll) মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতী -র ভিজিটর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. প্রবীর কুমার ঘোষ কে উপাচার্য পদে নিয়োগপত্র দিয়েছেন। এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে বিশ্বভারতী -র (register) কর্মসচিবকে।

বিশ্বভারতী

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পেতে চলেছে তার নতুন উপাচার্য। বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় ১৫ মাস কেটে গেলেও বিশ্বভারতী -র উপাচার্যের পদটি এ পর্যন্ত শূন্যই ছিল। শেষ পর্যন্ত ১৮ মার্চ ভারত সরকারের শিক্ষা মন্ত্রক একটি নির্দেশ নামার (2-8/2023-CU.lll) মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতী -র ভিজিটর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. প্রবীর কুমার ঘোষ কে উপাচার্য পদে নিয়োগপত্র দিয়েছেন। এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে বিশ্বভারতী -র (register) কর্মসচিবকে।

Slide21

প্রসঙ্গত উল্লেখ্য, উপাচার্য ঘোষ হলেন বিশ্বভারতী -র প্রাক্তনী।  তিনি ছিলেন I C A R, NIBSM ছত্তিশগড়ের ভূতপূর্ব উপাচার্য। বর্তমানে তিনি রায়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক ট্রেস ম্যানেজমেন্টে (deemed to be university) অধ্যাপক রূপে অধিষ্ঠিত আছেন। ভারত সরকারের আন্ডারসেক্রেটারি জেনিফার তীরকে একটি চিঠির মাধ্যমে রাষ্ট্রপতির নিয়োগপত্র বিশ্বভারতীর কর্মসচিবকে পাঠিয়েছেন। চিঠিতে শ্রী ঘোষকে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

Slide11
ড. প্রবীর কুমার ঘোষ

বিশ্বভারতী -র প্রাক্তনী হিসেবে অধ্যাপক ড. প্রবীর কুমার ঘোষ নিযুক্ত হওয়ায় শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রী তথা শিক্ষক মহলে আশার সঞ্চার হয়েছে। বোলপুর-শান্তিনিকেতনে বসবাসকারী বাসিন্দারাও নতুন উপাচার্যের নিয়োগে সম্ভবত কিছুটা স্বস্তি পেলেন।

সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষা মহলে কিছুটা আস্থা ফিরে আসবে বলেও মনে করা হচ্ছে। শিক্ষা মহল মনে করছে, নতুন উপাচার্যের সময়কালে বিশ্বভারতী তার অতীত গৌরব ফিরে পাবে এবং রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ বিশ্বভারতী -তে পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিশ্বভারতী -র প্রাক্তনী হিসেবে প্রবীরবাবুর কাছে আশা করা যায় যে তিনি বিশ্বভারতী -র প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের জন্য সচেষ্ট হবেন। এখন দেখার অধ্যাপক ঘোষ বিশ্বভারতী -কে বেহালদশা থেকে কতটা তুলে আনতে পারেন।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর